মঙ্গলবার, ৬ মে ২০২৫
 

বাকৃবির বিভিন্ন হলে হিংস্রপ্রাণী নামে আসহায় কুকুর বিড়াল উচ্ছেদ করার প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মে ২০২৫

 

---

সুমন গাজী,বাকৃবি প্রতিনিধি:


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলে বিড়াল-কুকুরকে ‘হিংস্র প্রাণী’ হিসেবে উল্লেখ করে উচ্ছেদের নোটিশ জারি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ‘অ্যানিম্যাল সেভিয়ারস অব বাংলাদেশ’ সংগঠনের শিক্ষার্থীরা।


সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সদস্যরা। তারা ‘সেভ অ্যানিম্যাল, সেভ নেচার’, ‘সেভ ক্যাম্পাস অ্যানিম্যালস’, ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করো’, ‘ভয়েসলেস, নট ওয়ার্থলেস’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে অংশ নেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যানিম্যাল সেভিয়ারস অব বাংলাদেশের আহ্বায়ক ও ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির অধ্যাপক ড. মো. মাহবুব আলম। এছাড়া সংগঠনের সদস্য সচিব আল ফারুকসহ ভেটেরিনারি ও পশুপালন অনুষদের পঞ্চাশের অধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।


সমাবেশে অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, প্রাণী কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভারতে ইন্টার্নশিপের সময় দেখেছি, পথের ধারে অসুস্থ বা আহত কোনো প্রাণী দেখলে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হতো এবং সেখানেই তার চিকিৎসা হতো। বাংলাদেশেও সেই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত।


তিনি আরও বলেন, “২০১৯ সালের ‘অ্যানিমেল ওয়েলফেয়ার আইন’ অনুযায়ী, কোনো প্রাণীকে অবৈধভাবে উচ্ছেদ করা দণ্ডনীয় অপরাধ। আইন অনুযায়ী, এমন কাজের জন্য ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। কোনো প্রাণী—সে রাস্তার কুকুরই হোক বা বিড়াল—এভাবে উচ্ছেদ করা যায় না। তাদের নিয়ে ভয়ভীতি থাকলেও তা সমাধানের জন্য রয়েছে অনেক মানবিক ও পরিকল্পিত পদ্ধতি।”


তিনি বলেন, “রাস্তার কুকুর-বিড়াল পরিবেশের ভারসাম্য রক্ষা করে, ইঁদুর ও পোকামাকড় খেয়ে নানা রোগের বিস্তার প্রতিরোধে সাহায্য করে। পরিকল্পিতভাবে এসব প্রাণী নিধন করলে পরিবেশে মারাত্মক প্রভাব পড়বে। তাই নিধন নয়, নিয়ন্ত্রণই হোক আমাদের পথ। প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে ‘অ্যানিমেল বার্থ কন্ট্রোল’ পদ্ধতি ও ভ্যাকসিনেশন কর্মসূচি রয়েছে, যা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon