মঙ্গলবার, ৬ মে ২০২৫
 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার দুই ঘন্টার কর্মবিরতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মে ২০২৫

---


মুন্না শেখ বাগেরহাট  প্রতিনিধি।


বিচার  বিভাগের জন‍্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক  সচিবলয় করতঃঅধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সহায়ক কর্মচারীগণকে  বিচার  বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস  বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ‍্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ‍্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপৃর্বক যোগ্যতা ও জ‍্যেষ্টতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ  রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে সোমবার  ৫ই মে সকাল ৯টা ৩০মিনিট থেকে ১১.৩০ মিনিট পযর্ন্ত   বাগেরহাট জেলা জজকোর্ট  এর সামনে দুই ঘন্টার কর্মবিরতি পালিত  হয়।এবং তাদের এই দাবি যতক্ষন না মানবে পর্যক্রমে তাদের  কর্মবিরতি আরো কঠোর হবে বলে জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon