সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
 

ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দেওয়ায় জবি ছাত্রদলের থানা ঘেরাও

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫

---


আশিকুর রহমান, জবি প্রতিনিধি:


নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী আকরাম হোসেনকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।


সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় থানার সামনে প্লাকার্ড হাতে ঘেরাও কর্মসূচি পালন করেন ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা।


এ সময় নেতাকর্মীরা ‘ছাত্রলীগের আস্তানা, জগন্নাথে হবে না’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আলামিন লেবুর রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দেন।


থানা ঘেরাও কর্মসূচি সম্পর্কে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ফ্যাসিবাদের দোসররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাউন্ডে উৎপাত-১২ নামে ছাত্রদল ও ভিন্নমত পোষণকারী শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে। আমরা তাদেরই এক সদস্যকে আটক করে প্রক্টর অফিসে দিলে সেখানে থেকে থানায় দেওয়া হয়। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এজন্য আমরা থানায় অবস্থান করছি। এ অদৃশ্য শক্তি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।


জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা দ্বারা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিভিন্নভাবে নির্যাতনে শিকার হয়েছে। এমন একজনকে থানায় দেওয়া হলে অদৃশ্য শক্তির বলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তারই প্রেক্ষাপটে আমরা থানায় অবস্থান নিয়েছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon