সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
 

হোমনায় জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফকে প্রশাসনের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫

---

আইয়ুব আলী, হোমনা

চট্টগ্রামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলী খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে বাঘা শরীফকে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ, থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইহসান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা,  মো. জালাল পাঠান,  মো. মফিজুল ইসলাম গণি,   সাদেক সরকার,  মো. তাইজুল ইসলাম মোল্লা,  মো. মোজাম্মেল হক ও  জসিম উদ্দিন সওদাগরসহ সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বাঘা শরীফের বাড়ি হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে। তার বাবার নাম মো.  আবদুল কুদ্দুস। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাঘা শরীফকে বিশ হাজার টাকা নগদ টোকেন মানি পুরস্কার দেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon