সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
 

রূপগঞ্জে বৃহত্তর তাঁত বাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫

 

---

মোঃরাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জ রূপগঞ্জের বৃহত্তর তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ২৮ এপ্রিল সোমবার বিকালে উপজেলার গোলাকান্দাইলের তাঁতবাজারে সমিতির কার্যালয়ে সংগঠনের  সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। এতে আরও উপস্থিত ছিলেন সমিতির  যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান মোল্লা, কোষাধ্যক্ষ  আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক কামাল হোসেনসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন জুলাই বিপ্লব পরবর্তী ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় মার্কেট মালিক, ব্যবসায়ী ও ভোক্তাদের সেবাদানে একযোগে কাজ করবো।


পরে আলোচনা ও মতবিনিময় সভা শেষে জুলাই বিপ্লব আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করেন ব্যবসায়ীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon