মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে একই ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তামজিদ আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানিতে কাজী কেরামত আলীর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ একই ঘটনায় দায়ের হওয়া আরও একটি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে হামলা ও গুলির এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এরই ধারাবাহিকতায় কাজী কেরামত আলীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।
মন্তব্য