সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
 

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫

---


মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি


“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার মাহবুবুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আলোচনায় বক্তারা বলেন, সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। সাধারণ জনগণের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এই দিবসের গুরুত্ব অপরিসীম। তারা আরও জানান, যেকোনো আইনি সহায়তার জন্য সরকারি আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে।


আলোচনা সভায় বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon