জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তবে নিহতের বাবার বাড়ির লোকজন এই মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ২টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাসি খাতুন একই গ্রামের কৃষক জাকারিয়া হোসেনের (২৫) স্ত্রী। তাদের সংসারে এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। হাসি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে। তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
রবিবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ননদ জুলিয়া খাতুন জানান, ভাই ও ভাবির মধ্যে কোনো ঝগড়া ছিল না। রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত আনুমানিক ২টায় ভাইয়ের চিৎকারে তারা ঘরে গিয়ে দেখেন, হাসি খাতুন আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।
অন্যদিকে, নিহতের মা সেলিনা খাতুন ও বোন খুশি খাতুন অভিযোগ করেন, হাসি খাতুনের বিবাহিত জীবনে শুরু থেকেই সমস্যা ছিল। তার স্বামী জাকারিয়া প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তাদের অভিযোগ, এই মনোমালিন্যের জের ধরেই হাসিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা আরও জানান, প্রথমে তাদের ফোন করে জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে ঘটনাস্থলে এসে গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার এসআই মো. হারিছুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
মন্তব্য