রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
 

রামগঞ্জে দু‘গ্রুপের সংঘর্ষে আহত-৬

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫

---


ফয়সাল হোসেন লক্ষ্মীপুর,


লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে শনিবার সকাল ১০টার দিকে বির্তকিত সম্পত্তি দখল নিয়ে দু‘গ্রুপের ৬জন গুরুতর আহত হয়। আহত বিল্লাহ হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম,প্রতিপক্ষ ফাতেমা বেগম,মরিয়ম বেগম,মমতাজ বেগম,লাইলী বেগমকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন সুত্রে জানায়, উপজেলার কাশিমনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আনোয়ার হোসেন বাবুল বিগত ১৪ মে-২০২৪ ইং পাশর্^বতি গ্রামের উত্তর কালিকাপুর গ্রামের এমদাদুল উল্যাহর ছেলে খোরশেদ আলমের কাছে ৬৫ লক্ষ ২০ হাজার মূল্যে পৌনে ১৮ শতাংশ সম্পত্তি ও নির্মানাধিণ ভবনসহ বিক্রি করে। উক্ত ক্রয়-বিক্রয় নিয়ে রামগঞ্জ থানা,মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র একাধিক অভিযোগ দায়ের ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টার দিকে সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুলের বোন ও ভাবীরা সম্পত্তির ওয়ারিশ দাবী করে ভবনে প্রবেশ করে সম্পত্তি ক্রেতা খোরশেদ আলমের ভাই বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধম প্রহার করে এবং বিল্লাল হোসেনের পুরুষাঙ্গ টিপে ধরে রাখে। এ সময় তাদের চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন উপস্থিত হলে তাদের উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।

হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন বলেন,বাবুলের নির্দেশে তার বোন ও ভাবী পরিকল্পিত ভাবে আমাদের বসতঘরে প্রবেশ করে আমার স্ত্রী ফাতেমাকে বেধম প্রহার করে। এসময় আমি বাধা দিলে তারা আমার পুরুষাঙ্গ টিপে ধরে রাখে। আমার নিশ^াস বন্ধ হওয়ার উপক্রম হলে দুইজনের হাতে কামড় দিয়ে নিজকে রক্ষা করি।

হাসপাতালে চিকিৎসাধীন বোন মরিয়ম ও মমতাজ বলেন,আমাদের ভাই আনোয়ার হোসেন বাবুল নতুন বিল্ডিংসহ সম্পত্তি বিক্রি করছে ঠিক আছে। বিন্তু আমাদের ওয়ারিশি সম্পত্তি বিক্রি করবে কি ভাবে জানতে আমরা ওখানে উপস্থিত হওয়ায় মাত্রই বিল্লাল ও ফাতেমা আমাদের ঘরে ভিতর নিয়ে মারধর করে। তারা আমাদের শরীরে কামড় দিলে নিজদের রক্ষা করতে বিল্লাল হোসেনের পুরুষাঙ্গ টিপে ধরে রেখেছি।

সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুল বলেন,আমি ওয়ারিশদের সম্পত্তি বিক্রি করি নাই। ওয়ারিশ হিসেবে বোন,মা ও ভাবীরা ওই খানে যাওয়া মাত্রই পরিকল্পিত ভাবে মারধর ও দুই বোনকে কামড় দিয়ে রক্তাক্ত জথম করে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon