রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
 

হোমনায় তিন গুণী শিক্ষক পেল বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫

 

---

আইয়ুব আলী, হোমনা


কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিন গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধিত শিক্ষকরা হলেন- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল বাসার সরকার, গণিত শিক্ষক মো.শামসুল আলম বি,এসসি, ধর্মীয় শিক্ষক সাইফুল্লাহ সরকার।  শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালামত উল্লাহ এতে  সভাপতিত্ব করেন।


অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক দৌলত হোসেন ও রোমানা আক্তার চৌধুরীর   সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাদেক সরকার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, সহসভাপতি নিয়ামুল বাসার দিপু, যুগ্ম- সম্পাদক মহিউদ্দিন লিটন প্রমুখ।


 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon