শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
 

কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫

 

---


বাহাউদ্দীন তালুকদার :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৫ ডিসেম্বর ২৫) বিকেলে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, সাভার থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাজী মোঃ শহীদুল ইসলাম।


প্রধান অতিথি সাভার থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাজী মোঃ শহীদুল ইসলাম ও

বলেন, সামনে আমাদের সুদিন,সেই ধারাবাহিকতার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ক্ষতি হয় এমন ধরণের কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা তিনি উপস্থিত নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে তিনি বলেন, টেন্ডার বাজি, চাঁদাবাজি, থানার দালালিসহ সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তারকারী কেউ আমাদের দলের নেতা-কর্মী বা সমর্থক হতে পারে না।


তিনি আরো বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান নির্দেশনায় যে নির্দেশ প্রদান করবেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, এর বাইরে আমরা কোন কিছু বুঝি না। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ সাচ্চু, সাভার থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মাহমুদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon