শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
 

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ: পারভেজ হোসাইনের হত্যার বিচার দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫

---


সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজ হোসাইনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, ২০ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


বক্তব্যে ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন বলেন, “মাত্র দুই দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং ছাত্রদলের নিবেদিতপ্রাণ কর্মী পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সারা দেশের মানুষ ও গণমাধ্যম ইতোমধ্যে এই নির্মম ঘটনাটি প্রত্যক্ষ করেছে।”


কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, “পারভেজ ভাইকে কিছু সন্ত্রাসী—যাদের মধ্যে তুষার ও হৃদয় অন্যতম—নৃশংসভাবে খুন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা চাই, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।”


তিনি আরও বলেন, “রাজনীতি একটি মত প্রকাশের অধিকার। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তার উপযুক্ত জবাব ছাত্রদল শক্তভাবে দেবে।”


উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) বিকেল ৪টার দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ হাসাহাসি’কে কেন্দ্র করে পারভেজ হোসাইন, যিনি জাহিদুল ইসলাম নামেও পরিচিত ছিলেন, খুন হন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ময়মনসিংহ জেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে !

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon