বাকৃবি প্রতিনিধি: মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দ্বীনি কমিউনিটির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ইমামগণ এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরান আহাম্মদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয়।
এ বিষয়ে কমিউনিটির এক সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, ‘নতুন গঠিত এই দ্বীনি কমিউনিটির প্রথম আয়োজনেই এত বড় সাড়া পাওয়া যাবে, তা কল্পনাতীত ছিল। নিবন্ধন করতে না পারার কারণে অনেক শিক্ষার্থী আফসোস করেছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দ্বীনি কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বীনি কমিউনিটির পক্ষ থেকে সবাইকে এ ধরনের উদ্যোগে সহযোগিতার আহ্বান জানানো হয়, যেন ইসলামের সুমহান শিক্ষা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
যেকে/এইচ
মন্তব্য