কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জমির জমার সংক্রান্ত বিষয় সচেতনতামূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হল রুম (১০ ফেব্রুয়ারি)সোমবার সকালে ভূমি সেবা বিষয়ক সচেতনতামূল প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এ সময় উক্ত কর্মশালায় স্কুলের ৫০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, আমরা সার্বক্ষণিক চেষ্টা করি জনগণের সেবা করার জন্য। উপজেলার ইউনিয়নের প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে। তিনি আরো বলেন জমির নামজারি করতে সরকার নির্দেশিত টাকা নেওয়া হয় । তিনি আরো বলেন, ভূমি সংক্রান্ত ব্যাপারে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা জনগণের সেবা করার জন্য চাকরি করছি। ভূমি অফিসের কোন কর্মচারী যদি অনিয়ম করে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ভূমি সেবা পেতে সরকার নির্ধারিত টাকা ছাড়া যদি কোন ব্যক্তি অতিরিক্ত টাকা দাবি করে তাৎক্ষণিকভাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য