সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
 

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ১১মাস পর হয়রানি মূলক মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৫

---

মো:মুন্না শেখ (কচুয়া, বাগেরহাট ) প্রতিনিধি

কচুয়া উপজেলায়  বাধাল ইউনিয়ানের আলোকদিয়া গ্রামের মো: শাহিন হাওলাদারের ছেলে  মো: রাকিব হাওলাদার( ২৪)রোড এক্সিডেন্টে সকাল ১১টার সময় মোংলা খুলনা মধ‍্যবর্তী চুলকাঠী ট‍্রাক মটরসাইকেল  মুখোমুখি  হয়ে ঘটনা এস্থানে  মারা যায়।মৃত মো: রাকিব  হাওলাদার (২৪)খুলনা মেডিক্যাল টেকনোলজিস্ট এবং সহকারী  পরিচালক মাহামুদা ক্লিনিকে কর্মরত ছিল। গত ৬ নভেম্বর ২০২৩ সালে ঘটনা ঘটে, পরবর্তীতে এগার মাস পর মৃত  মো:রাকিব হাওলাদার এর বাবা মো: শাহিন হাওলাদার বাদী হয়ে  স্থানীয় গণ্যমান্য ৬থেকে ৭জনের নাম  উল্লেখ করে  অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জনের নাম দিয়ে  মামলা দাখিল করেন এবং তাদের মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টর ও আছে  মামলার আসামি। বর্তমানে মো: শাহিন হাওলাদার বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে  আসামিদের হুমকি দেয়। বাদী মো:শাহিন হাওলাদারের বহিরাগত সন্ত্রাসীদের কারণে এলাকায় সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে জীবন যাপন করছেন। ঘটনাস্থানে ঘাতক ট্রাক, শনাক্ত করতে পারেনি পুলিশ, এবং ঘটনা  স্থানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য অনুযায়ী মার্ডারের কোন তথ্য পাইনি পুলিশ,  এবং পুলিশ, সব ধরনের তদন্ত করে প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে দীর্ঘ ১১ মাস পর মো: শাহিন হাওলাদার একটি মার্ডার মামলা করেন।

বর্তমানে মামলাটি সিআইডি তদন্তে রিপোর্টের জন‍্য চলমান রয়ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon