মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
 

ঢাবি লেখক ফোরামের বুক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩

---

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বুক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বুক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ইমরান উদ্দিন। এবং সঞ্চালনায় ছিলেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইলমা জাহান নূর, অর্থ সম্পাদক আবু আখের সৈকত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য আবিদ হাসান রাফি ও তরুণ লেখক তাহমিনা আক্তার।

কর্মশালায় প্রশিক্ষক ইমরান উদ্দিন নতুন লেখকদের লেখালেখির বিষয়ে অনুপ্রেরণা দেন। একটা বই পড়ে কিভাবে তাকে সংক্ষেপন ও রিভিউ করা যায় তাঁর খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটা বই রিভিউ করতে হলে আগে পাঠককে সেই বই ভালভাবে পড়তে হবে। তারপর সেই বইয়ের পর্যালোচনা তথ্য দিতে হবে। বইয়ের কোন কোন অধ্যায় ও চরিত্র ভালো লেগেছে সেগুলো উল্লেখ করতে হবে। বইয়ের কোন কোন চরিত্র কিংবা কোন কোন দিক অপছন্দ বা ভালো লাগেনি তাও উল্লেখ করতে হবে। তবে অপছন্দ কিংবা সমালোচনার দিকটা এমন হওয়া যাবেনা যারকারণে লেখক ডিমুটিভেট হয়। সবশেষে বইয়ের সুন্দর সংক্ষিপ্ত পর্যালোচনা ও রেটিং এর মাধ্যমে শেষ করতে হবে।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের পক্ষ থেকে আগামী ৯-১৫ তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট বইয়ের উপর বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রতিযোগিতায় আগ্রহীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং শেষে ফ্রী বই বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon