চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুনকে আইসিটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ২রা নভেম্বর বেলা সোয়া ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাঁকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ।
গত ১৫ আগষ্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আহসান হাবীব বাদি হয়ে ভোলাহাট থানায় আইসিটি আইনে মামলা করেন। ঐ মামলায় মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহানাজ খাতুন ৫ নং আসামি ছিলেন।
এসআই মোস্তাফিজুর রহমান জানান, মোসা:শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানায় মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । তিনি বলেন,গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য