রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
“আপনার সচেতনতাই আমার নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে বুকে ধারণা করে ইয়ামাহা রাইডার্স ক্লাব গোপালগঞ্জ এর সদস্যবৃন্দ গোপালগঞ্জ শহরের অরক্ষিত স্প্রিড ব্রেকার গুলো রঙ করে।
কার্যক্রম চলাকালে ক্লাবের সদস্য অনিক জানায়, “আমাদের চলার পথে এই ধরনের চিহ্ন বিহীন স্প্রিড ব্রেকার গুলো অনেক ধরনের সমস্যার কারণ। অনেক সময় এসব স্পিড ব্রেকারে যানবাহন বিকল হওয়া সহ নানা ধরনের এক্সিডেন্ট যেন নিত্যদিনের সঙ্গী।”
ক্লাবের এডমিন জনাব সাকিব হোসেন হৃদয় বলেন, “আমাদের এই সামাজিক কার্যক্রম সামান্য হলেও সাধারণ মানুষের দূর্ভোগ দূর করতে সক্ষম হবে। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা সম্মিলিত প্রয়াসে আরো বেশি করে সামাজিক কার্যক্রমে সোচ্চার থাকব।”
প্রসঙ্গ, দেশব্যাপী ইয়ামাহা রাইডার্স ক্লাব বিভিন্ন দূর্যোগ সহ নিয়মিত সামাজিক কার্যক্রমে সোচ্চার থেকে আসছে তারই ধারাবাহিকতা আজকে নিরাপদ সড়ক দিবস ২০২৩ গোপালগঞ্জে ইয়ামাহা রাইডার্স ক্লাব পালন করেছে।
এ সময়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানসহ গোপালগঞ্জ রাইডার্স ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য