মোঃ জিয়াউল ইসলাম,
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে সরগরম হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন স্থানে গনজমায়েতের মাধ্যমে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছে ভোটারদের কাছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জাবির হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তার সহধর্মিণী এড্যভোকেট নাজমুন নাহার রনি উপস্থিত ছিলেন।
এর আগে বরগুনা-২ আসনের আওতায় পাথরঘাটা, বামনা ও বেতাগীর তৃনমুল নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
জাবির হোসেনের পাথরঘাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর একান্ত সহচর মরহুম আব্দুল মজিদ মিয়ার ছেলে।
জাবির হোসেন জানান, আমি ২০১৮ সালের সংসদ নির্বাচনে ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তখন আমাকে বঞ্চিত করে যাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করেছি। বর্তমান সংসদ সদস্য রাজাকারের সন্তান। তাই আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিধায় আমার স্থান থেকে আমি এবারও দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো জানান, আমি এই আসন থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দরকে আধুনিকায়নসহ ইলিশ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়াও বরগুনাকে একটি পর্যটন জোন হিসেবে গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো।
মন্তব্য