সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
 

চাঁপাইনবাবগঞ্জে সেক্রেটারীর স্বেচ্ছাচারিতায় টালমাটাল রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩

---
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি সেবাদানকারী প্রতিষ্ঠান রেড ক্রস রেড ক্রিসেন্ট। আত্ন মানবতার সেবায় কাজ করাই যার মূল লক্ষ ও উদ্দেশ্য। রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিট ২০২৪-২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আয়োজন করেছেন। তারই ধারাবাহিকতায় বর্তমান নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট ৫০০ টি বার্ষিক সাধারণ সদস্য ফরম বিক্রয় করেন। সদস্য অন্তভুক্তির জন্য আবেদনকারীরা যথাযথ নিয়ম মেনেই ফরম পূরণ করে পরবর্তী সময়ের মধ্যে অফিসে জমা দেন। ফর্মের মূল্য ২৪০ টাকা জমা দিয়ে ইউনিট অফিস থেকে রশিদ গ্রহণ করেন আবেদনকারীরা। কিন্তু নিদিষ্ট সময় অতিক্রম হলেও ৩৮০ জন সদস্যদের সদস্য পরিচয় এখনো অনুমোদন হয়নি। এই নিয়ে আবেদনকারীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ ও উত্তেজনা।

কয়েকজন আবেদনকারী জানান, সকল নিয়ম মেনেই ফর্ম উত্তোলন করেছিলাম এবং তা পূরণ করে সময়ের মধ্যেই অফিসে জমা দিয়েছিলাম। রেজাল্টের সময় পার হওয়ার পর জানতে পারি, আবেদনকারীদের সদস্য পদ এখনো অনুমোদন পায়নি। অনুমতি না হবার কারণ হিসেবে তারা বলেন, রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারী ফারুক অনুমতি কাগজে কোন কারণ ছাড়াই সই করার সম্মতি জানাননি। বাকিরা সই করার জন্য সম্মতি দিয়েছেন। এই একজন ব্যক্তির কারণে অনুমতি ঝুলে আছে। তারা কোন আবেদনকারীর তথ্যের ভুলও ধরতে পারেননি। এখন সেক্রেটারীর অজ্ঞাত কারণে ঝুলে রয়েছে সদস্যদের অনুমতি।

আরও আবেদনকারীরা বলেন, ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট। রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের বর্তমান সেক্রেটারীর বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। করোনা কালীন সময়েও নানা অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সেক্রেটারীর একক স্বেচ্ছাচারিতার জন্য ইউনিটের ০৯ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে ০৭ জন সদস্য তার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন বরাবর অনাস্থা জ্ঞাপন করেন।

রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, সেক্রেটারী আশিক আহম্মেদ ফারুক কোন কারণ ছাড়াই ফরমে স্বাক্ষর করবেন না। যার ফলে ফরমগুলো অনুমোদন হচ্ছে না।

এই ঘটনার সত্যতা সম্পর্কে জানার জন্য ইউনিট লেভেল অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনাদের অভিযোগটি সত্য, তিনি স্বীকার করে প্রতিবেদক ও আবেদনকারীদের জানান, একমাত্র সেক্রেটারীর সই না হবার কারণেই এই সদস্যদের অনুমতি ঝুলে আছে। তিনি আমাদের সামনেই সেক্রেটারীকে অফিসে আসার জন্য তার মোবাইল ফোনে কল করেন। জবাবে সেক্রেটারী তাকে জানান, সাংবাদিকসহ আবেদনকারীদের আপনি বলেন তিনি অফিসে আসতে পারবেন না, এ বিষয়ে কোন কথাও বলবেন না। এ বিষয়ে আপনি যা বলাল বলেন। কেন অনুমতি দিচ্ছেন না অফিসারের এমন প্রশ্নের কোন উত্তর না দিয়েই সেক্রেটারী ফারুক কলটি কেটে দেন।

ভুক্তভোগী সদস্যগণ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ শাখা ইউনিটের অফিসারের মাধ্যমে চেয়ারম্যান বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন এবং সেক্রেটারী আশিক আহম্মেদ ফারুক এর বিরুদ্ধে দ্রত ব্যবস্থা গ্রহণ পূর্বক ফরমগুলো অনুমোদন করার জন্য ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিনসহ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যদের কাছে লিখিত আবেদন জানান।

রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন বলেন, ইউনিট অফিসার আবেদনকারীদের অভিযোগের কপিটি জমা নিয়েছেন। খুব শীঘ্রই বিষয়টি সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon