বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
 

নারী স্বাস্থ্য সেবা নিশ্চিতে কর্মশালা পাথরঘাটায়

JK0007
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩

---

পাথরঘাটা  প্রতিনিধি,

বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে ধারণা এবং নারী স্বাস্থ্য সেবা নিশ্চিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় ‘নারী পক্ষ’র সহযোগিতায় ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদের  সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মো. জাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বিজলী বালা মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, নারী পক্ষের প্রজেক্ট ডাইরেক্টর সামিয়া আফরিন, প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন,সাত ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, নারী নেত্রী সহ বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির কার্যকর করা, জনবল বৃদ্ধি করা, স্বাস্থ্য কেন্দ্রের আগত সেবা গ্রহীতাদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কিশোর-কিশোরিসহ নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবি করা হয়। এছাড়াও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবাদানকারীদের আন্তরিকতার সহিত সেবা দেয়া এবং কমিউনিটি ক্লিনিকগুলো পরিস্কার পরিচ্ছন্ন,সংরক্ষণ করাসহ স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon