শনিবার, ২৪ মে ২০২৫
 

তাহিরপুরে ৫০ ভূমিহীণ ও গৃহহীণ পরিবারকে দলিল ও কবুলিয়ত হস্থান্থর

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৯ আগস্ট ২০২৩

---
শংকর চন্দ, তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে ৫০ ভূমিহীণ ও গৃহহীণ পরিবারকে দলিল ও কবুলিয়ত হস্থান্থর করা হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সারা দেশে ২২১০১টি গৃহহীণ পরিবারকে দলিল ও কবুলিয়ত হস্থান্থরের ন্যায় তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে ৫০টি পরিবারকে আনুষ্টানিকভাবে দলিল ও কবুলিয়ত হস্থান্থর করেন ইউএনও সুপ্রভাত চাকমা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি,নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,থানা অফিসার ইনচার্জ মো. কাওছার আলম,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon