রবিবার, ২৫ মে ২০২৫
 

মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাহবুবকে গ্রেপ্তার করেছে ভূলতা ফাঁড়ির পুলিশ

JK0007
প্রকাশ: ২৭ মে ২০২৩

---

এনামুল হক ঃ- যুগের কণ্ঠস্বর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ,প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাকান্দার দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রূপগঞ্জ থানার একাধিক মামলার আসামি মাহাবুব প্রধান (৩৪) কে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭-০৫-২০২৩ ইং তারিখে গোলাকান্দাইল
দক্ষিণপাড়া বেরিবাধ এলাকা থেকে গ্রেফতার করেছে ভূলতা পুলিশ ফাঁড়ির ডিউটিতে থাকা কর্তব্যরত পুলিশ এ এস আই শিহাব।

এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে এই মাহবুব প্রধানের নামে রুপগঞ্জ থানার মামলা নাম্বার ৭০ তারিখ ২৬-০৫- ২০২৩ইং মামলার এজাহার ভুক্ত ১ নাম্বার আসামি সে। এছাড়া তার নামে রূপগঞ্জ থানায় মারামারি সহ একাধিক মামলা রয়েছে এবং সে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় মারামারি সহ বিভিন্ন অপরাধ অপকর্মে জড়িত। আর সে রাত বিরাত মানুষের বাসায় ঢুকে ভাঙচুর ছিনতাই করে। তাকে আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ভূলতা পুলিশ ফাঁড়ির এএসআই শিহাব গ্রেফতার করে। পরে তাকে ভূলতা পুলিশ ফাঁড়ি থেকে রুপগঞ্জ থানার অত্র মামলার আয়ু এসআই কৃষ্ণ পদ্মারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon