রবিবার, ২৫ মে ২০২৫
 

জামালপুরে ট্রেনে কাটা পড়ে দোকান কর্মচারীর মৃত্যু

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৭ মে ২০২৩

---

রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জামালপুর সদর উপজেলায় অন্যমনস্ক হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সোহাগ মিয়া(৩৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ নম্বর আপ ট্রেনে কাটা পড়ে ওই দোকান কর্মচারীর মৃত্যু হয়।
নিহত সোহাগ উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকার জমশেদ আলীর ছেলে।
নিহতের স্ত্রী মলি আক্তার জানান, আমার স্বামী সোহাগ মিয়া ২০১৩ সাল হতে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি যক্ষ্মা রোগের বিভিন্ন ওষুধ সেবন করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তিনি রাতে চোখে দেখতেন না এবং কানেও শুনতেন না। শনিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে রেল লাইনের উপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলজার হোসেন প্রতিনিধিকে মুঠোফোনে জানান, আমরা নিহতের পরিবারের কাছ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি যার প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়েছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon