রবিবার, ২৫ মে ২০২৫
 

নারায়ণগঞ্জে ৮১ কেজি গাঁজা সহ গ্রেফতার এক যুবক।

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৩ মে ২০২৩

---

ইমরান হোসেন তালহা,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র‌্যাব-৩। তাদের দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে তাকে সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮১ কেজি গাঁজা ও ১ টি মাইক্রো গাড়ী উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মো. জাহাঙ্গীর আলম ওরফে শামীম(৩০)। সে কুমিল্লা লালমাই উৎসব পদুয়া এলাকার জাকির হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ধৃত জাহাঙ্গীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মূলত সে মাইক্রো গাড়ীর চালক। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রো গাড়ী চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। সে মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। উক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon