মাদারীপুরে শিবচরের পাচ্চরে ঢাকা - ভাঙ্গা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেল্পার দুইজন নিহত হয়েছে। সোমবার (০১-মে )ভোর সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন।বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার মৃত্যু রশিদ হাওলাদারের ছেলে, বশির হাওলাদার (৩৬) যশোর জেলার কোতোয়ালি থানার বেখুটিয়া স্বজলপুর এলাকার মো: মিজানের ছেলে, সুজন হোসেন(২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। বরিশাল বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি তরমুজবাহী ট্রাকটি -ঢাকা -ভাঙ্গা মহাসড়কের মাদবরচর ইউনিয়নে পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় এলে ট্রাকটির টায়ার নষ্ট হয়ে যায়। ট্রাক চালক বশির ট্রাকের নিচে গিয়ে টায়ার মেরামতের কাজ করছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকেঐ ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে থাকা চালক বশির ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অপর ট্রাকের হেল্পার সুজন হোসেন ও প্রাণহারান।
শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন,খবর পেয়ে আমরা সাথে -সাথে দূর্ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ২-জনকে উদ্ধার করে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুটি ট্রাকসহ চালক হেল্পারের নিহত মরদেহ এখন শিবচর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মন্তব্য