রবিবার, ২৫ মে ২০২৫
 

সরিষাবাড়ীতে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩

---

রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ- জামালপুরের সরিষাবাড়ীতে পানি পান করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্দুল মান্নান ফকির নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ বিদ্যুস্পৃষ্টের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে আব্দুল মান্নান ফকির(৫০)। তিনি তার বাড়ির পাশের জমিতে শনিবার সকাল থেকে ধান কাটার কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পাশের বিদ্যুৎ চালিত সেচ পাম্পে পানি পান করতে যান। এমন সময় বিদ্যুতের খুঁটির টানা দেওয়া তারে জড়িয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে কামরাবাদ ইউপি সদস্য আশেক মাহমুদ দৈনিক যুগের কণ্ঠস্বরকে জানান, পল্লী বিদ্যুতের খুঁটিতে তার দিয়ে টানা দেওয়া ছিল। তারটি বিদ্যুতায়িত হয়ে ছিল। তাতে জড়িয়ে মান্নান ফকিরের মৃত্যু হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon