মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ভর্তুকিতে পণ্য দিয়েছেন মানবতার হাত সংগঠনের স্বেচ্ছাসেবী উদ্যোক্তারা।
সংগঠনটি সাধারণ মানুষের সেবায় সবসময়ই কাজ করে থাকে। সকল দুর্যোগে সকলের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানবতার হাত সংগঠন।
গেলো বন্যার সময় সংগঠনটি বন্যার্তদের সহযোগিতায় ছুটে যায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ।
আজ ২১ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর থেকে ঠাকুরগাঁও জেলার, রোড বাজারে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করে মানবতার হাত সংগঠন। সেখানে ২৫ থেকে ৩০% কমে নৃত্য প্রয়োজনে সামগ্রী চাল,ডাল,তেল,লবণ,সেমাই,চিনি,পেঁয়াজ, আলু, এসব পণ্য ভর্তুকি দিয়ে মাত্র ৫০০ টাকায় বিক্রি করে।
নিম্ন আয়ের মানুষেরা বলেন,মানবতার হাত সংগঠনের এই উদ্যোগ অনেক ভালো। আরো এরকম উদ্যোগ নেয়া উচিত, আমরা স্বল্প দামে পণ্য নিতে পেরে খুশি।
সংগঠনের উদ্যোক্তা সিয়াম জানান,সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করেছিলাম আমাদের যাত্রা প্রথমে শুরু হয় ২০২২ সালের ভয়াবহ বন্যার মাধ্যমে সেখনে আমরা এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা মিলে কিছু ফান্ড কালেক্ট করি সেটা কুড়িগ্রাম এ গিয়ে বর্ণচ্ছদের মাঝে নগদ অর্থ প্রদান করি ও খাদ্য বিতরণ করি। সেই সাথে সিলেটে ঘর নির্মাণের জন্য অর্থ প্রদান করি এর মাধ্যমে আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়।
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা যেন ভালো ভাবে ঈদ কাটাতে পারে এ জন্যই আমাদের এই উদ্যোগ। সকলে আমাদের পাশে থাকলে আমরা আরো এগিয়ে যাব।
সংগঠনের আরো সদস্যরা বলেন, আমরা মানবতার হাত সংগঠন থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিতে চাই। আমরা এভাবেই কাজ করে যাব। আগামিতে আরো বড় পরিসরে এরকম উদ্যোগ নেব আমরা।
মন্তব্য