বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
 

যাচ্ছে না কোনও মেসেজ বিভিন্ন প্রান্তে ব্যাহত WhatsApp পরিষেবা

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২

---

WhatsApp Down: বিভিন্ন প্রান্তে বিভ্রাটের মুখে পড়ল হোয়্যাটসঅ্যাপ। হোয়্যাটসঅ্যাপে কোনও মেসেজ যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা। তাঁরা জানিয়েছেন, মেসেজিং অ্যাপে কোনও কাজই হচ্ছে না।
বিভিন্ন প্রান্তে ব্যাহত হল হোয়্যাটসঅ্যাপ পরিষেবা। গ্রাহকদের অভিযোগ, হোয়্যাটসঅ্যাপে কোনও মেসেজ যাচ্ছে না। হচ্ছে না কোনও কাজ। তবে বিষয়টি নিয়ে আপাতত হোয়্যাটসঅ্যাপের মূল সংস্থা মেটার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

প্রাথমিকভাবে মঙ্গলবার সকালে ঝঞ্জাটহীনভাবেই হোয়্যাটসঅ্যাপের পরিষেবা মিলছিল। কিন্তু ১২ টা ৪৫ মিনিট থেকে দুপুর একটার মধ্যে অনেক গ্রাহক অভিযোগ তোলেন, হোয়্যাটসঅ্যাপে কোনও মেসেজ যাচ্ছে না। কাউকে মেসেজ পাঠালে একটা ‘টিকও’ পড়ছে না। বরং ইন্টারনেট বন্ধ রেখে মেসেজ পাঠালে যেমন সংকেত দেখানো হয়, সেরকম দেখাচ্ছে। যদিও ফোনের ইন্টারনেট চালু আছে এবং অন্যান্য কাজ করা যাচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা।

হোয়্যাটসঅ্যাপের পরিষেবা যে ব্যাহত হয়েছে, তা ‘ডাউন ডিটেক্টর’-র (Downdetector) পরিসংখ্যানেও উঠে এসেছে। অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার উপর নজরদারি চালানো সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, হোয়্যাটসঅ্যাপের পরিষেবা ব্যাহত হয়েছে বলে ৩,১২৫ টি অভিযোগ জমা পড়েছে (বেলা ১২ টা ৩৯ মিনিটের পরিসংখ্যান)। যে সংখ্যাটা বেলা ১২ টা ৫১ মিনিটে বেড়ে দাঁড়িয়েছে ১৯,২২৩।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon