![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে রাজবাড়ীর গোয়ালন্দে ভোটের গাড়ির প্রচারণা উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভোটের গাড়ির উদ্বোধন করেন। অনুষ্ঠানে গণভোটের প্রয়োজনীয়তা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন,“দেশের চাবি আপনাদের হাতে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।”
তিনি সকলকে ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোছাঃ সুলতানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপপরিচালক (স্থানীয় সরকার) ডাঃ মোঃ মাহমুদুল হক, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, ভোটের গাড়ির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জনগণকে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন করা হবে, যাতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন। পরে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন



মন্তব্য