![]()
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাড়ি ফেরার পথে এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম সাগর হোসেন (৩৭)। তিনি মদাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে মদাপুর বাজারে মুদি দোকান পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সাগর হোসেনের পথরোধ করে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার সময় ফায়ারিংয়ের আওয়াজের মতো একটি শব্দ শোনা গেছে বলেও জানান স্থানীয়রা।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর হোসেনকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে, আকস্মিক এ হামলার ঘটনায় মদাপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।



মন্তব্য