![]()
মো. শামীম হোসাইন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সালমান ফার্সি (৭) নামে এক নূরানী মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান ফার্সি উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। সে হাজী মদন আকন নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। শিশুটি বাসা থেকে বের হয়ে মাদ্রাসার সামনে সড়ক পারাপারের সময় দুটি অটোরিকশা ওভারটেক করতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। দুর্ঘটনায় শিশুটি মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চালক। ছোট্ট শিশু সালমানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, এলাকা ও মাদ্রাসা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিক সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য