মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
 

পাথরঘাটায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ, পা ভাঙার দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার পাথরঘাটা উপজেলায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত ওই কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তি হলেন সদর ইউনিয়নের হাড়িটানা এলাকার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ নাসির উদ্দিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জামায়াতের দাওয়াতি কার্যক্রম চলাকালে বিএনপি কর্মী নুর আলমের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নাসির উদ্দিন ঘটনাস্থলে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, নুর আলমসহ আরও দু’জন তাকে মারধর করলে তার একটি পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তবে সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ছগির আলম বলেন, নুর আলম তাদের কর্মী এবং কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাসুদুল আলম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon