বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
 

নালিতাবাড়ীর ভােগাই নদীতে পলাে দিয়ে মাছ ধরা উৎসব

JK0007
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২

---
রাশেদুল ইসলামঃ শেরপুর প্রতিনিধি,

শেরপূরের নালিতাবাড়ী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া ভােগাই নদীর পানি কমতে শুরু করেছে। ফলে শীতের শুরুতেই পলাে দিয়ে মাছ ধরার উৎসবে প্রায় তিনশতাধিক মৎস শিকারি। সোমবার উপজেলার খরস্রোতা ভােগাই নদীতে সকাল থেকে বিকেল পর্যন্ত পলাে দিয়ে মাছ শিকার করেছেন স্থানীয়রা। তবে সনাতন পদ্ধতিতে পলাে দিয়ে মাছ শিকারের দৃশ্যগুলাে অনেকটা বিলুপ্তির পথে।
সোমবার দুপুরে পৌরশহরের খালভাঙ্গা এলাকায় গিয়ে দেখা যায়, শিকারে আসা প্রত্যেকের মাথা ও কোমরে গামছা বাঁধা। আর হাতে পলাে। প্রায় তিনশতাধিক মাছ শিকারিকে ভােগাই নদীতে অনেকটা আনন্দ নিয়েই মাছ ধরতে দেখা যায়।
দলবন্ধভাবে মাছ শিকারের এ দৃশ্য দেখতে নদীর দুই তীরে ভিড় জমায় উৎসুক মানুষ। সারিবদ্ধ হয়ে পলাে দিয় ধরেছেন শৈল, বােয়াল ও টাকি মাছ।
নদীর অল্প পানিতে একটি দল একদিকে পলো নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। অপরপ্রান্ত থেকেও সারি বদ্ধ দল পলাে চাপিয়ে মাছ ধরতে ধরতে সামনে এগিয়ে আসেন। মাছ শিকারে আসা ইয়াছিন আলী বলেন, বছরের একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা। দিন দিন
পরিবেশ ও আবহাওয়ার কারণে নদী-নালা, খাল- এই দিনের জন্য অধীর আগ্রহে থাকি। সবাই মিলে বিল, ভরাট হয়ে যাওয়ায় পানি হ্রাস এবং অধিকাংশ জলাশয় ইজারা দেয়ায় পলাে উৎসব এখন অনেকটাই ভাটা পড়েছে।
স্থানীয় এক সাংবাদিক বলেন, এক সময় নদী-নালা, খাল-বিলে উৎসব করে পলাে দিয়ে মাছ শিকার করতো মানুষ। সেই সংস্কৃতি এখন হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে জানান দিতে এসব সংস্কৃতি টিকিয়ে রাখা প্রয়ােজন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon