মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
 

পিরোজপুর জেলা পরিষদের নির্বাচনে আলোচনার শীর্ষে ‘মহারাজ’

JK0007
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২

---
দেশ জুড়ে জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনার ঝড় বইছে। ইতিমধ্যে সরকার সারা দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এদিকে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা ধরণের আলোচনা। সদস্য কারা হবেন, দলীয় মনোনয়ন কে পাচ্ছেন। এসব বিষয় আলোচনার তুঙ্গে উঠেছে।

এ বিষয়ে মাঠ পর্যায়ে খোঁজ খবর নিয়ে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ একটি পদ এটি, এতে যে কাউকে বসাতে চাই না শিক্ষিত-দক্ষ বুদ্ধিমান কর্মঠ ভোটারগন। নির্ভেজাল, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুক ভোটাররা তাই সর্ব সাধারণের তা একান্ত কামনা। কারণ পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে জেলার উন্নয়ন কাজের অগ্রযাত্রা এগিয়ে যাবে। সে ক্ষেত্রে জ্ঞানিগুণী, বয়স্ক ও অভিজ্ঞ সংগঠক, রাজনীতিক ব্যক্তি দরকার। এতে ক্ষমতাশীন আওয়ামী লীগের পক্ষে থেকে ইতিমধ্যে ভোটাররা, সাধারণ মানুষের মুখে ও বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে একটি নাম চলে আসে তিনি হচ্ছেন জেলার রাজনীতি অঙ্গনের পরিচ্ছন্ন, জেলার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

তিনি জেলায় ধর্ম, শিক্ষা, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, রাজনীতিক ও সামাজিক ভাবে বিশেষ অবদান রাখেছেন। এখনো নিস্বার্থ ও উদার মনে কাজ করে যাচ্ছেন। তাই জেলা পরিষদ নির্বাচনের এমন যোগ্য ব্যক্তিকে পুনরায় জেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়ার আশা ব্যক্ত করেন জেলা সর্বস্থরের জনগন ও জেলার ভোটারগন।

বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সমর্থনের জন্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এর বরাবর ৭৪৭জন ভোটারের মধ্যে ৭০৭জন সাক্ষর দিয়ে ইতিমধ্যে অনুরোধ করেছেন।

এ বিষয়ে মহিউদ্দিন মহারাজ বলেন, হাইকমান্ডের সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও এখন প্রশাসকের দায়িত্বে আছি। প্রার্থিতার বিষয়ে দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনে ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তপসিল ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলা প্রশাসক এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ভোট হবে ইভিএমে। এবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরিবর্তন এসেছে। বিগত নির্বাচনে ১৫ সদস্য নির্বাচিত হলেও এবার সাধারণ সদস্য পদে ৯ ও সংরক্ষিত সদস্য পদে তিনজন মিলিয়ে মোট ১২টি পদে নির্বাচন হবে।
পিরোজপুর জেলায় নাজিরপুর, নেছারাবাদ, পিরোজপুর সদর, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী ও মঠবাড়িয়া এই ৭টি উপজেলা রয়েছে। এর মধ্যে মোট ৭৪৭ জন (জনপ্রতিনিধি) ভোটার রয়েছেন।

পিরোজপুর প্রতিনি মোঃ ওমর হাসান

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon