![]()
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
জেলার সরাইল -আশুগঞ্জ, বিজয় নগরের দুটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া - ২ এ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের নিকট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ০৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্রগুলো দাখিল কালীন সময়ে সহকারী কমিশনার( ভূমি), উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলার একাধিক দপ্তরের অফিসারগন উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের শত শত সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ, কাচারি মাঠে এবং শহিদ মিনার ও অফিস পাড়ার আশে পাশে জমাট বাধে এবং প্রার্থীর পক্ষে শ্লোগান দিয়ে এলাকা সরগরম করে তুলে। সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামাতে ইসলামী আমীর মাওলানা মোবারক উল্লাহ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এস এন তরুনদে,এন সি পি থেকে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আজহারী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শাইখ নেছার আহমাদ আন-নাছিরী, খেলাফত মজলিস থেকে আবুল ফাত্তাহ মোঃ মাসুক জাতীয় পার্টি থেকে দু,বারের সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় সমাজতান্ত্রিক দল(রব) থেকে তৈমুর রেজা শাহজাদ ভূইয়া।
বিএনপি জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, খেজুর গাছ মানেই ধানের শীষ। তিনি শতভাগ আশাবাদী সকলের সহযোগিতায় নির্বাচিত হয়ে সরাইল - আশুগঞ্জ ও বিজয় নগরের অংশের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
অপরদিকে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা বলেন, আমার পিতা ১৯৭৩ সালে আওয়ামীলীগের জোয়ারের প্রতিকুলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে পাশ করেছিলেন আমাকেও আল্লাহ উপর ভরসা করে ঐপথেই যেতে হচ্ছে। সরাইল - আশুগঞ্জ ও বিজয় নগরের মানুষের ভালবাসা আমার উপর আছে।



মন্তব্য