শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
 

চন্দ্রগঞ্জে একরাতে একই গ্রামে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জানুয়ারী ২০২৬

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের ভিতরে  প্রত্যেকটা উপজেলাতে চুরি ডাকাতি বেড়ে গেছে, যেমন কমলনগর রামগতি রামগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জ, কমলনগর আমেনা বেগম নামের এক, প্রবাসীর ঘরে ডাকাতি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ড তিতার কান্দি গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে তিতার কান্দি গ্রামের মোখলেসুর রহমান আরব আলী মোল্লা বাড়ির মাওলানা আব্দুল হাকিমের বসতঘর, একই গ্রামের আবুল কালামের বসতঘর এবং আবু তাহের মিয়ার নতুন বাড়ির আবুল কালাম আজাদের বসতঘরে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, মুখোশধারী ১০-১২ জনের একটি দল হাতে পিস্তল ও দেশীয় ছোরা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনটি ঘর থেকে আনুমানিক ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল ফোন, প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নগদসহ অন্যান্য অস্থাবর মালামাল লুট করে নিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, নতুন নির্মাণাধীন একটি ভবনের সিঁড়ির দরজা ও জানালায় গ্রিল না থাকায় ডাকাত দল সহজেই ঘরে প্রবেশ করতে সক্ষম হয়। এ সময় ঘরে থাকা মাহিনুর বেগমকে হাতুড়ি দিয়ে হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

ডাকাতির ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon