বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
 

রাজবাড়ীতে পৃথক অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ জানুয়ারী ২০২৬

---
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে মোট ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর একটি টিম সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর থানাধীন চন্দনী ইউনিয়নের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের উপর থেকে আজিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ওয়াহিদুল হাসান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার আরেকটি টিম রাজবাড়ীর কালুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কালুখালী থানাধীন মাঝবাড়ি এলাকার নজুমুদ্দিন মন্ডলের বাড়ির রাস্তার উপর থেকে মোঃ রুস্তম মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুস্তম মন্ডলের দখল ও হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল্লাহ বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম জানান,রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon