বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
 

বিচারকের খাসকামরায় ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা পাথরঘাটায় এসআই আটক, এলাকায় চাঞ্চল্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারী ২০২৬

---

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় বিচারকের খাসকামরায় প্রবেশ করে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে আদালতপাড়া ও পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআইয়ের নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ দুপুরে তাঁর খাসকামরায় অবস্থান করছিলেন। এ সময় অনুমতি নিয়ে এসআই শাহরিয়ার জালাল বিচারকের কক্ষে প্রবেশ করেন। তিনি আদালতের সিআর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ উপস্থাপন করে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের বিষয়ে সুপারিশ করেন।

অভিযোগ রয়েছে, ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তা উপেক্ষা করে এসআই শাহরিয়ার জালাল বিচারকের কাছে অনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। এতে বিব্রত ও ক্ষুব্ধ হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে কোর্ট পুলিশের এসআই, জিআরও (জেনারেল রেকর্ড অফিসার) এবং আদালতের অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত এসআইকে আটক করেন।

পরবর্তীতে বিষয়টি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের আশ্বাস দিলে মুচলেকা গ্রহণ করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন,

“বিচারক অর্ডার শিটে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মূলত ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের সঙ্গে সম্পর্কিত। এর বাইরে আপাতত আমার কিছু বলার নেই।”

এ ঘটনায় আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon