সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
 

গাছা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ জানুয়ারী ২০২৬

---

 

ডেস্ক রিপোর্ট

গাজীপুর মহানগরীর গাছা প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আহসানুল কবির সোহেল নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।

 

​উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মহানগরীর গাছা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ​শপথ গ্রহণকারী নির্বাহী কমিটির সভাপতি হিসেবে মো. আব্দুল হামিদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম শপথ গ্রহণ করেন।

​সহ-সভাপতি মো. আশরাফুল আলম মন্ডল,

​যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জিয়া,

​সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,

​অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী সদস্য জুমন খান, এমারত হোসেন বকুল সরকার ও সুমা আক্তার লুবনা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন গাছা থানা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাষ্টার, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান এবং খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলাম রুবেল।

​আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল সদস্য মো. হারুন অর রশীদ খান, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল হাসেম এবং ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান।

​সাংবাদিকদের দর্পণ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোকপাত করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন:

​অধ্যাপক আবুল হোসেন (প্রতিষ্ঠাতা সভাপতি, গাজীপুর জেলা ঐক্য পরিষদ) মো. আরিফ মৃধা (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাছা প্রেসক্লাব)

​মো. রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ঐক্য পরিষদ) এম এ নাসির (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, টঙ্গী প্রেসক্লাব)

​মো. আলমগীর কবির (সহ-সভাপতি, গাজীপুর জেলা প্রেসক্লাব) মো. হাজী কামাল চৌধুরী (সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর) মো. আব্দুল ওয়াহাব রিংকু (সভাপতি, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব) মো. এম কাজল খান (সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি) মোঃ বেলায়াত হোসেন (সাংগঠনিক সম্পাদক কাপাসিয়া প্রেসক্লাব)।

মোঃ খসরু মৃধা সভাপতি পূবাইল থানা প্রেসক্লাব, মোঃ সালাউদ্দিন আহমেদ সভাপতি কোনাবাড়ী থানা প্রেসক্লাব। মোঃ পনির হোসেন পূবাইল প্রেসক্লাব ও যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ঐক্য পরিষদ।  মোঃ আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক গাজীপুর মহানগর প্রেসক্লাব। মোঃ নাজিম উদ্দিন সহ সভাপতি গাজীপুর জেলা ঐক্য পরিষদ। মোঃ মাজহারুল ইসলাম রবিন, সভাপতি ভাওয়াল প্রেসক্লাব। মোঃ জসিম প্রধান সহ সম্পাদক গাজীপুর জেলা ঐক্য পরিষদ। মোঃ মেহেদী হাসান দৈনিক নববানী নির্বাহী সম্পাদক।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মহানগর প্রেসক্লাব। মোঃ শামীম মিয়া সাধারণ সম্পাদক, ভাওয়াল প্রেসক্লাব। এ্যাডঃ মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক পূবাইল থানা প্রেসক্লাব।

মোঃ আল আমিন হোসেন সভাপতি টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা। মোঃ রফিকুল ইসলাম সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা। মোঃ সাইফুল ইসলাম সহ-সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব। মোঃ কমল সরকার অর্থ সম্পাদক গাজীপুর জেলা ঐক্য পরিষদ। মোঃ ইব্রাহিম মিয়া ক্রীড়া সম্পাদক গাজীপুর জেলা ঐক্য পরিষদ। মোসাম্মৎ নাসিম আখতার রেনু গাজীপুর জেলা কমিটি (বিএমএসএফ) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

 

​এছাড়া বিভিন্ন উপজেলার ও ও থানার  প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

 

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সভাপতি মোছাদ্দিকুর রহমান হাজী মুসা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব টিটু কান্তি কর এবং সদস্য মামুন সরকার। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত এই কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গাছা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon