শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
 

তিন দিনের রাষ্ট্রীয় শোক কাউখালীতে উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ জানুয়ারী ২০২৬

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের  কাউখালীতে নতুন বছরের প্রথম দিনে প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের মাঝে  নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে।  তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  রাষ্ট্রীয় ৩ দিনের শোকের কারণে এ বছর বই উৎসবের আয়োজন ছাড়াই শিক্ষার্থীদের মাঝে  নিরব ভাবে বছরের প্রথম দিন বই  বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬ ) সকাল দশটায়

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা সদরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান,

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা  অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।এরপরে  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষকদের  নিজেদের উদ্যোগেই সরকারিভাবে দেওয়া  বই বিতরণ শুরু করে। এ সময় উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় সকল বই  বিতরণ করা হয়। তবে

মাধ্যমিক শাখায় অষ্টম নবম শ্রেণীর  বই বিতরণ করা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক না আসায় তা বিতরণ করা সম্ভব হয় নাই বলে জানিয়েছেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। তবে আগামী সপ্তাহে   সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া  সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon