![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে সংঘটিত মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাদ্দাম প্রমানিক (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর লক্ষ্মীপুর জেলা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এলাকায় এক মাদ্রাসাছাত্রী (১৪)-এর বাড়িতে পরিবারের সদস্যরা না থাকার সুযোগে আসামি মোঃ সাদ্দাম প্রমানিক গোপনে ঘরে প্রবেশ করে। পরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে সে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে পরদিন (২৬ ডিসেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১-এর সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশখালী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাদ্দাম প্রমানিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর এলাকার মোঃ মুজাই ওরফে মোজাফফর প্রামাণিকের ছেলে মোঃ সাদ্দাম প্রমানিক (৩৩),তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মামলা নম্বর-১৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে র্যাবের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য