বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
 

গাজীপুর গাছাতে আগ্নেয়াস্ত্র ম্যাগজিন ও গুলিসহ গ্রেফতার মিয়া কসাই

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫

---

নিজস্ব প্রতিনিধি, মো জাকির হোসেন

গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক কসাইকে গ্রেফতারশ করা হয়েছে। সোমবার (২৯ডিসেম্বর) রাত ১০টায় তাকে আটক করে জিএমপি গাছা থানা পুলিশের সদস্যরা।

 

গতকাল মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুর ১২ টায় গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জিএমপি’র ক্রাইম ডিসি দক্ষিণ বিভাগের মোঃ মহিউদ্দিন আহমেদ।

ব্রিফিংয়ে বলা হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া চায়না ফেক্টরীর গলির জনৈক তাহেরের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া মুসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) এর ভাড়াকৃত রুমে অভিযান চালায় পুলিশ।

এসময় তার রুমের স্টিলের আলমারী থেকে দু’টি বিদেশি পিস্তল, চার’টি ম্যাগজিন ও ২৪রাউন্ড গুলিসহ মিয়া কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। মুসলেম উদ্দিন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত জালাল মিয়া ও মৃত রওসন আরা দম্পতির ছেলে। সে ভোটার আইডিতে স্তায়ী ঠিকানা উল্লেখ করে ডিএমপি’র হাতিরঝিল থানার নয়াটোলা মগবাজার এলাকায়। পুলিশ জানায় অস্থায়ী সে জিএমপি’র গাছা থানা এলাকায় থেকে অস্ত্রের কারবার চালাতো কসাই পেশার আড়ালে। এ ঘটনায় গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাদি হয়ে গাছা থানায়একটি মামলা দায়ের করেছেন,মামলা নং-৩২ তারিখ ৩০/১২/২০২৫ ইং। এছাড়াও তার বিরুদ্ধে হাতিরঝিল ও শাহজাহানপুর থানায় মাদক ও অস্ত্র আইনে আরো দু’টি মামলার সন্ধ্যান পেয়েছে পুলিশ।সে মামলায় বিচারাধীন আছেন।

তারিখ-৩০/১২/২০২৫ খ্রি.

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon