শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
 

বিএনপি’র নেতা স্বতন্ত্র প্রার্থী টিপুর সাথে ধানের শীষের প্রার্থী পুতুলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫

---
এ জেড সুজন, নাটোর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তিনি তাইফুল ইসলাম টিপুর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি দোয়া প্রার্থনা করেন।

সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় এবং আলোচনা শেষে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মাথায় হাত রেখে দোয়া করে দিয়েছেন এ্যাড.তাইফুল ইসলাম টিপু সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon