![]()
জাহিদ হাসান,সিরাজগঞ্জ প্রতিনিধি:
যেখানেই অপরাধ সংঘটিত হবে, এখতিয়ারের মধ্যে সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই ও মাংস ঢাকায় পরিবহনের সময় একটি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার মেঘাই ২য় ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল (পিতা: মোয়াজ্জেম হোসেন, গ্রাম: বাগবাড়ি, থানা: গাবতলী, জেলা: বগুড়া) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাংস পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক মো. তারেক (পিতা: মৃত আবু, পেয়ারাবাগান, কোনাবাড়ি, গাজীপুর) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম।
অভিযান শেষে জব্দ করা ঘোড়ার মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য