শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
 

সিরাজগঞ্জের যমুনার চরে গোপনে ঘোড়া জবাই, মোবাইল কোর্টে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫

---

‎জাহিদ হাসান,সিরাজগঞ্জ প্রতিনিধি:
‎যেখানেই অপরাধ সংঘটিত হবে, এখতিয়ারের মধ্যে সেখানেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই ও মাংস ঢাকায় পরিবহনের সময় একটি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
‎গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে উপজেলার মেঘাই ২য় ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়া জবাই ও মাংস পরিবহনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

‎পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল (পিতা: মোয়াজ্জেম হোসেন, গ্রাম: বাগবাড়ি, থানা: গাবতলী, জেলা: বগুড়া) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাংস পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ির চালক মো. তারেক (পিতা: মৃত আবু, পেয়ারাবাগান, কোনাবাড়ি, গাজীপুর) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম।
‎অভিযান শেষে জব্দ করা ঘোড়ার মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon