মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
 

জকসুতে ছাত্রদলের ভিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন তিন স্বতন্ত্র প্রার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫

---
আশিকুর রহমান, জবি প্রতিনিধি 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিবকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী। তারা হলেন– চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এ বিষয়ে তারা জানান, “জবিয়ানদের অধিকার রক্ষার এই লড়াইয়ে আজ অনৈক্যের কোনো স্থান নেই। বৃহত্তর স্বার্থে এবং একটি শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্যে আমরা প্রার্থিতা প্রত্যাহার করছি।
এদিকে জকসু নির্বাচনকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ, আবাসন সংকট নিরসন এবং নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon