মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
 

এডাব ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫

---
ঝালকাঠি প্রতিনিধি 
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি  জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার(২২ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি ব্র্যাক মোড় কার্যালয় বেসরকারি উন্নয়ন সংস্থা দুমাউস ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার ত্রি বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর সভায় সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ ৭ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়।

জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি নলছিটি মডেল সোসাইটি’র র্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা  ও সাধারণ সম্পাদক সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল  নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা’র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, শ্রম জীবী উন্নয়ন সংস্থা’র র্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস’র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন’র নির্বাহী পরিচালক মোসা: ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০২৬-২০২৮ইং সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon