রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
 

“ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫

---
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ” ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পজিটিভ সরাইলের উদ্যোগে সরাইল সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে রোববার (২১ ডিসেম্বর) বিকালে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এর সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপণের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল, সরাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাদিস মিয়া।
সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, রিপোর্টার ইউনিটির সহসভাপতি রাকিবুর রহমান রকিব, সরাইল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মুখলেছুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়জুল কবীর, সাংগঠনিক সম্পাদক আব্বাছ উদ্দিন ও সমাজ সেবক আবু শাহসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, ১৯৪৭ সালের ২১ ডিসেম্বর তৎকালিন সরাইল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ রাষ্ট্রভাষা বাংলা হওয়ার জন্য সরাইল থেকে প্রথম দাবি উত্তাপন করেছিলেন যা ১৯৪৮ সালের ৫ জানুয়ারি কলকাতার আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিয় হয়।
তৎকালীন সরাইল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য ছিলেন   নাথপাড়ার বসন্ত কুমার দেবনাথ, একই এলাকার রজনী দেবনাথ, বড়দেওয়ানপাড়ার ইউসুফ মোল্লা, রসুলপুরের মিছির আলী, কালিকচ্ছের হিমাংসু দত্ত গুপ্ত, একই এলাকার রাখাল নন্দী, নোয়াঁগাও এর সোনা মিয়া, আবুল ফয়েজ ও আব্দুস সালাম, কুট্টাপাড়ার আব্দুর রউফ , লতাবদ্ধ পাড়ার গৌরাঙ্গ সিংহ রায়, দেওড়ার আব্দুল আওয়াল খান, আব্দুল ওয়াদুদ খান, এমদাদুর রহমান খান ও  শাহবাজপুরের মুজিবুর রহমান সরকারের নাম জানা গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon