রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
 

ঝালকাঠির সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা বিস্ফোরক মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ডিবির হাতে আটকের পর ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।
এর আগে, এদিন সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।আফজাল হোসেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি তৌহিদুজ্জামান বলেন, দুপুর ৩ টার দিকে আফজাল হোসেনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি।
সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়ে। বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon