রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
 

পাথরঘাটায় মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ পনির শেখ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাথরঘাটা এবং হায়াত মাহমুদ রকিব, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বরগুনা। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনী পাথরঘাটা কন্টিনজেন্ট, পাথরঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
অভিযানকালে পৌর এলাকার বিভিন্ন দোকানে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য তল্লাশি করা হয়। পাশাপাশি পৌর এলাকার ৬টি ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় সততা এন্টারপ্রাইজ (সুপার শপ)-এ নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা এবং জনতা ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon